ঢাকা: পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো ট্রেবল জেতে বার্সেলোনা। শুধু তাই নয়, ২০০৯ সালের সম্ভাব্য ছয়টি শিরোপাই ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।
কোচের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই (২০১৪-১৫) বার্সাকে ট্রেবল জেতান এনরিক। এ বছর স্প্যানিশ সুপার কাপ ছাড়া বাকি সবগুলো শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপ। ফুটবল বোদ্ধাদের মতে, এ টুর্নামেন্টেও নিশ্চিতভাবে ফেভারিট থাকবে লুইস এনরিকের শিষ্যরা। উল্লেখ, ফিফা ক্লাব বিশ্বকাপে সরাসরি সেমিফাইনালে মাঠে নামবে চ্যাম্পিয়নস লিগ জয়ী বার্সা।
এনরিকের সঙ্গে গার্দিওলার সময়কার বার্সা টিমের তুলনা প্রসঙ্গে বারত্রা ভাষ্য, ‘প্র্যাকটিক্যালি এনরিকের বর্তমান বার্সা স্কোয়াডটি গার্দিওলার অধীনে থাকা দলটির মতোই। দু’জনের কোচিং দক্ষতা প্রশ্নাতীত। সে সময়ের দলটির সঙ্গে বর্তমান স্কোয়াডের অনেকটাই মিল। বল নিয়ন্তণে রেখে গোলের সুযোগ করার কৌশলগত মিল তো রয়েছেই। ’
প্রসঙ্গত, বার্সার হয়ে গার্দিওলার চার বছরের কোচিং ক্যারিয়ারটা যেন সফলতায় মোড়ানো। ২০১১-১২ মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ার আগে তার অধীনে তিনটি লা লিগা, দু’টি কোপা দেল রে, তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দু’টি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন জাভি-ইনিয়েস্তারা।
এনরিকের বার্সা এ মৌসুমেও যে দুর্দান্ত গতিতে ছুটছে, না জানি ট্রেবল জয়ের হ্যাটট্রিক-ই না করে ফেলে বার্সা!
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম