ঢাকা: দুর্বল স্টোক সিটির কাছে ২-০ গোলে হেরে অঘটনের শিকার হলো শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। স্টোকের হয়ে দলকে প্রায় একাই জেতান মার্কো আর্নাটোভিচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোকের ঘরের মাঠ ব্রিটেনিয়ায় শনিবার আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা। তবে ম্যাচের শুরু থেকেই ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের চেপে ধরা স্বাগতিকরা দুর্দান্ত খেলতে থাকে।
ম্যাচের সাত মিনিটেই দলের হয়ে লিড নেন আর্নাটোভিচ। জারদান শাকিরির সহায়তায় গোলটি করেন তিনি। তবে লিড দ্বিগুন করতে বেশি সময় নেননি অস্ট্রিয়ান স্ট্রাইকার আর্নাটোভিচ। খেলার ১৫ মিনিটে এবারও সুইস তারকা শাকিরির সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
পরে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইতিহাদ স্টেডিয়ামের দলটি। ম্যাচের দ্বিতীয়র্ধে খেলায় ফেরার জন্য ব্যাপক চেষ্টা চালায় সফরকারীরা। কিন্তু স্টোক ডিফেন্ডারদের দৃড়তায় তা আর গোলের পরিণত হয়নি।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রাহিম স্টারলিং, কেভিন ডি ব্রুইনরা।
এ জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। তবে রাতের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল জিততে পারলে ফলাফল ঘুরে যেতে পারে।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৫
এমএমএস