ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

খেলা

পিএসজি জিতবে চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিএসজি জিতবে চ্যাম্পিয়ন্স লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: কাতারের ৪২ বছর বয়সী নাসের আল খেলাইফির ‘কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট’ এর মালিকানাধীন ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এমনটি জানান ক্লাবটির ব্রাজিল তারকা ডেভিড লুইজ। নব্য ধনী ক্লাবটি এ মৌসুমেও দুর্দান্ত দাপট দেখিয়ে এগিয়ে চলেছে।



চলতি টুর্নামেন্টের ফেভারিটদের তালিকায় শীর্ষে রয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। এ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার পরেই ধরা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদকে। সর্বোচ্চ দশবার এ শিরোপা ঘরে নিয়ে যায় রিয়াল। তবে, ফেভারিটদের তালিকায় পিছিয়ে নেই পাঁচবার শিরোপা জেতা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

বার্সা-রিয়াল-বায়ার্নকে টপকে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলবে ফরাসি জায়ান্ট পিএসজি-এমনটি বিশ্বাস ডেভিড লুইজের।

গ্রুপ ‘এ’ তে থাকা রিয়াল, শাখতার দোনেস্ক আর মালমোর বিপক্ষে লড়ে পিএসজি। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে ৫ বার লিগ ওয়ানের শিরোপা জেতা দলটি। গ্রুপপর্বের ৬ ম্যাচে চারটিতেই জিতেছে পিএসজি। জয় পাওয়া চারটি ম্যাচে লরা ব্লাঙ্কের শিষ্যরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মোট ১২বার। ৫ খেলার কোনো ম্যাচে একটিও গোল হজম করতে হয়নি তাদের। রিয়ালের বিপক্ষে একটি ম্যাচে গোলশূন্য ড্র করলেও অপর ম্যাচটিতে ১-০ গোলে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

পিএসজির ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার লুইজ বলেন, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই। আমাদের বিশ্বসেরা কিছু খেলোয়াড় এবং বিশ্বসেরা কোচ রয়েছেন, তাই নকআউট পর্বে যেকোনো দলের বিপক্ষেই আমরা জয় পেতে চাই। ক্লাবের বিবর্তনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি। ’

লুইজ আরও যোগ করে বলেন, গত বছর আমরা বার্সার বিপক্ষে লড়েছি। যদি আমরা সব ফুটবলারকে একসঙ্গে দলে পেতাম সেবার ফল অন্য হতেও পারতো। কখনো কখনো ইনজুরিতে দলের সেরা খেলোয়াড়দের পাওয়া যাচ্ছে না, আবার কখনো নিষেধাজ্ঞা বা শতভাগ ফিট না থাকার জন্য দলের মূল্যবান খেলোয়াড়দের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তবে, সঠিক পথেই রয়েছি আমরা।

দলের সকলের চোখ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দিকে জানিয়ে লুইজ বলেন, আমি দলের সাফল্যে বিশ্বাস করি, দলকে বিশ্বাস করি, দলের দর্শনকে বিশ্বাস করি এবং দলের কোচকে বিশ্বাস করি। চলতি চ্যাম্পিয়ন্স লিগের আসরে ভালো কিছুর অপেক্ষায় রয়েছি। আমরা শিরোপা নিয়ে ভাবতেও শুরু করেছি। ধাপে ধাপে এগিয়ে আর নিজেদের উন্নতির মধ্য দিয়ে শিরোপা জেতা সম্ভব আমাদের।

পিএসজির বর্তমান দলটিতে রয়েছেন ব্রাজিলের থিয়াগো সিলভা, মারকুইনহোস, লুকাস, লুইজ, ম্যাক্সওয়েল। আর্জেন্টাইনদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, এজেকুয়েল লাভেজ্জি, হাভিয়ের পাস্তোরের মতো তারকারা। আরও রয়েছেন মারকো ভেরাত্তি, এডিনসন কাভানি, জ্লাতান ইব্রাহিমোভিচ, মাতুইদি, আদ্রিয়ান রেবিওট, ভ্যান ডার উইলদের তারকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।