ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচ খেলতে আসছে নেপাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
প্রীতি ম্যাচ খেলতে আসছে নেপাল ছবি: সংগৃহীত

ঢাকা: সাফ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ (১৫ ডিসেম্বর) রাত ৮টা ৪০মিনিটে ঢাকায় আসছে নেপাল জাতীয় ফুটবল দল। সফরে একটি ম্যাচই খেলবে দু’দল।



আগামী ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার ম্যাচ। ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও আন্তর্জাতিক প্রীতি খেলা হিসেবে অনুমোদিত।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে কোচ মারুফুল হকের অধীনে বিকেএসপিতে অনুশীলন করছে। ১৭ ডিসেম্বর নেপালের সঙ্গে ম্যাচটি খেলে আবারও বিকেএসপিতে অনুশীলনে ফেরত যাবে লাল-সবুজ জার্সিধারীরা।

এদিকে নেপাল জাতীয় দল সাফের জন্য ইতোমধ্যে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে। তবে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে এখন দল চূড়ান্ত করেননি বাংলাদেশি কোচ মারুফুল। বাংলাদেশ দলে ইনজুরি সমস্যায় ভুগছেন স্ট্রাইকার জাহিস হোসেন এমিলি ও জামাল ভূঁইয়া।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল।

বাংলাদেশ সময়: ১৩০৬ ডিসেম্বর, ২০১৫
এইচএল/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।