ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

খেলা

অনুশীলনে মেসির অবিশ্বাস্য গোল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
অনুশীলনে মেসির অবিশ্বাস্য গোল (ভিডিও) লিওনেল মেসি / ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির ফুটবলীয় দক্ষতা এক কথায় প্রশ্নাতীত। ম্যাচে কিংবা অনুশীলনে সব ক্ষেত্রেই যেন সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ‍বার্সেলোনার আর্জেন্টাইন আইকন।

এবার বার্সার অনুশীলন চলাকালীন সতীর্থরা ব্যর্থ হলেও দূর পাল্লার শটে ঠিকই ক্ষুদ্রাকৃতির গোলপোস্টে বল পাঠান মেসি।

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেসি-ইনিয়েস্তারা। আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডের মুখোমুখি হবে কাতালানরা। জাপানের নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, এভারগ্রান্ডের কোচের দায়িত্বে আছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ লুইজ ফেলিপে স্কলারি।

শর্ট পাসে বার্সা খেলোয়াড়দের দক্ষতা বরাবরই অসাধারণ। ‘টিকিটাকা’ ফুটবল কৌশলই তো এর বড় প্রমাণ। তবে দূরপাল্লার পাসিং ফুটবলে কম যান না কাতালানদের ‘মধ্যমণি’ মেসি। অনুশীলনে এমনই এক অবিশ্বাস্য মুহূর্ত উপহার দেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।

পঞ্চাশ গজ দূর থেকে ছোট আকৃতির গোলপোস্টে বল জড়ানোর প্রতিযোগিতায় সবাইকে তাক লাগিয়ে দেন মেসি। অবশ্য, আর্জেন্টাইন অধিনায়কের কাছে এ আর এমন কি! হরহামেশাই তো তিনি অবিশ্বাস্য ফুটবলীয় দক্ষতা প্রদর্শন করে যাচ্ছেন।

বেশ কয়েকজন চেষ্টা করেও গোলপোস্টে বল জড়াতে ব্যর্থ হন। জেরার্ড পিকের পরই আসে মেসির পালা। বাঁ পায়ের বাঁকানো শটে এক প্রচেষ্টাতেই তিনি লক্ষ্যভেদ করেন। মুহূর্তেই উপস্থিত দর্শকরা (বার্সা খেলোয়াড়দের ঠিক পেছনের গ্যালারিতে থাকায় ভিডিওতে দর্শকদের উপস্থিতি দেখা যাচ্ছে না) উচ্চশব্দে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেসির অসাধারণ দূরপাল্লার শটটি ডেভিড বেকহামের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। তবে সাবেক ইংলিশ কিংবদন্তি এটি দেখে থাকলে স্বয়ং তিনিও নিশ্চয় অবাকই হতেন!



বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।