ঢাকা: লা লিগার বর্তমান শীর্ষ দল বার্সেলোনা। অবশ্য শীর্ষে থাকলেও দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে খুব বেশি এগিয়ে নেই দলটি।
বার্সার লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট রয়েছে। আর এক ম্যাচ বেশি খেলে অ্যাতলেটিকোরও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান কাতালানদের। জায়ান্ট দল রিয়াল থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো।
২০১৩-১৪ মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো। আর সেবার বার্সা ও রিয়ালকে হারানোর মতো যোগ্যতা দেখিয়েছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা।
এ প্রসঙ্গে এনরিক বলেন, ‘আমি নিশ্চিত শিরোপা জয়ে অ্যাতলেটিকো অন্যতম যোগ্য দল। তারা ইতোমধ্যে প্রমাণ করেছে তারা ভালো দল এবং আমি নিশ্চিত লিগের খেলায় তারাই আমাদের বড় চ্যালেঞ্জ। ’
শনিবার লিগের খেলায় এসপিওনালের বিপক্ষে মাঠে নামছে বার্সা। আর বার্সা বস মনে করেন, এ ম্যাচটিতেও বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৬
এমএমএস