ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো সাম্বা ডি’অর জিতলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
আবারো সাম্বা ডি’অর জিতলেন নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো সাম্বা ডি’অর জিতলেন ব্রাজিল সেনসেশন নেইমার। সর্বোচ্চ ৩৭.৮৭ শতাংশ ভোট পেয়ে এই অ্যাওয়ার্ড জেতেন ব্রাজিল দলপতি।

সাম্বা ডি’অর জিততে নেইমার পেছনে ফেলেছেন দগলাস কস্তাকে।

ব্যালন ডি’অরের চূড়ান্ত তিনজনের তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তার আগেই সাম্বা ডি’অর পুরস্কার জিতলেন তিনি।

তিনটি ভোটার প্যানেলের সমন্বয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এক লাখ ভোটার এ পুরস্কারের জন্য সেরা ফুটবলার নির্বাচন করেছেন। ক্রীড়া সাংবাদিক, ব্রাজিলের সাবেক ফুটবলার আর ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটের সমন্বয়ে নেইমারের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দগলাস কস্তা নেইমারের পরের স্থানটি পেয়েছেন। ১৩.০০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন কস্তা। আর ৯.৩৯ শতাংশ ভোট পেয়ে ইন্টার মিলানের ডিফেন্সিভ মিডফিল্ডার ফিলিপ মেলো তৃতীয় নির্বাচিত হন।

ব্রাজিলের হয়ে ৬৯ ম্যাচে ৪৬ গোল করা নেইমার বার্সার হয়ে প্রথম মৌসুমে ৪১ ম্যাচে ১৫ গোল করলেও দ্বিতীয় মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের পাশাপাশি ৫১ ম্যাচে করেছেন ৩৯ গোল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।