ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেরা হওয়ার দৌড়ে মেসির একক আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সেরা হওয়ার দৌড়ে মেসির একক আধিপত্য ছবি: সংগৃহীত

ঢাকা: কে হবেন ২০১৫-১৬ মৌসুমের সেরা রাইট সাইড ফরোয়ার্ড? বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একক আধিপত্য চলছেই। ভোটিং পোলের মাধ্যমে এমনই একটি জরিপের আয়োজন করে গোল ডট কম।

এখন পর্যন্ত মেসির বাক্সে পড়েছে ৬,৪১৮ ভোট (৪১ শতাংশ)।

গত বছরের নভেম্বরে হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রায় দু’মাস পর মাঠে ফেরেন মেসি। তা সত্ত্বেও ভক্ত-সমর্থকরা চারবারের ব্যালন ডি’অর জয়ীর ভোটের পাল্লাটা ক্রমেই ভারী করছেন। অন্যদিকে,  চমক দেখিয়েছেন লিচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। বলাই বাহুল্য, ইংলিশ লিগের চলতি মৌসুমে  অবিশ্বাস্য পারফর্ম করছে লিচেস্টার (পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়)।

এখন অবধি ২৪ শতাংশ (৩,৮৬৮) ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহরেজ। থমাস মুলার, কেভিন ডি ব্রুইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, গ্যারেথ বেলের মতো তারকা খেলোয়াড়দের পেছনে ফেলেছেন ২৪ বছর বয়সী এ উইঙ্গার।

মাহরেজের পরই তৃতীয় স্থানে অবস্থান করছেন বায়ার্ন মিউনিখের থমাস মুলার। জার্মান তারকার পক্ষে ১ হাজার ৯১৪ ভোট পড়েছে। ভোটাভুটিতে এখন পর্যন্ত মেসি-মাহরেজ-মুলারের পরে রয়েছেন যথাক্রমে বেল (৮%, ১,২২৪ ভোট), ডি মারিয়া (৫%, ৮৪০), ডি ব্রুইন (৫%, ৭১৫), হাল্ক (২%, ২৪৪), লুকাস পোডলস্কি (১%, ২২৪), আন্দ্রে ইয়ার্মোলেনকো (১%, ১৮৬) ও ওসামা তান্নানে (১%, ১৪২)।

প্রসঙ্গত, মৌসুম শেষেই (২০১৫-১৬) ভোটিং পোল ক্লোজ করা হবে। তবে বোঝাই যাচ্ছে, পঞ্চম ব্যালন ডি’অরের ফেভারিট মেসিই হতে যাচ্ছেন সেরা রাইট সাইড ফরোয়ার্ড!

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।