ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার ইউএস-বাংলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার ইউএস-বাংলা ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’২০১৬’ এর এয়ারলাইন্স পার্টনার মনোনীত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি আগামী ৮ জানুয়ারি থেকে যশোর ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও যশোরে শামসুল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলসহ বিভিন্ন দেশের মোট আটটি জাতীয় দল দু’গ্রুপে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৮ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্টটির এয়ারলাইন্স পার্টনার মনোনীত করেছে বাফুফে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সকল প্রকার খেলাধুলার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টেরও টাইটেল স্পন্সর করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।