ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভালকের নিষেধাজ্ঞা আরও বাড়ালো ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ভালকের নিষেধাজ্ঞা আরও বাড়ালো ফিফা

ঢাকা: ফিফার জেনারেল সেক্রেটারি জেরম ভালকের ফুটবল থেকে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়লো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নৈতিক কমিটি ভালকের আগের নিষেধাজ্ঞার মেয়াদ থেকে আরও ৪৫ দিন বাড়িয়েছে।



মঙ্গলবার আগের নিষেধাজ্ঞার ৯০ দিন শেষ হয়। তবে তদন্ত চেম্বারের চেয়ারম্যান কর্নেল বর্বলি এটি বাড়িয়েছেন। আর তার বাড়ানোর ব্যাপারটি মঞ্জুরও হয়েছে। ৬ জানুয়ারি থেকে নতুন করে দেওয়া ৪৫ দিনের নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অবৈধভাবে টিকিট বিক্রির অভিযোগ ফুটবল থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে ভালকেকে। ২০০৭ সাল থেকে তিনি বরখাস্ত হওয়া ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের ‘রাইট হ্যান্ড’ হিসেবে কাজ করছিলেন।

যদি ভালকের অভিযোগ প্রমাণিত হয় তবে তাকে নয় বছরের জন্য ফুটবল থেকে বহিষ্কার সহ ৯০ হাজার ইউরো গুনতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।