ঢাকা: দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারাতে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। চলতি মৌসুম শেষেই স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন এডেন হ্যাজার্ড।
ইংলিশ লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড়কে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবগুলো। তবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি এগিয়ে আছে বলে জানা যায়। কিন্তু, রিয়াল-বায়ার্নের বাধা তো থাকছেই!
সূত্রমতে, নিজের ঘনিষ্ঠ এক বন্ধুর কাছে চলতি মৌসুম শেষেই চেলসি ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেন হ্যাজার্ড। এমনকি, তার সিদ্ধান্তের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বলেও নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এ বেলজিয়ান উইঙ্গার।
জানা যায়, হ্যাজার্ডকে দলে টানতে ৪৫ মিলিয়ন পাউন্ড দর হাঁকাবে পিএসজি। অবশ্য, চেলসির বিশ্বাস, দলের সেরা খেলোয়াড়ের মূল্য দ্বিগুণে গিয়ে ঠেকবে। সে পরিমান অর্থ দিতেও নাকি প্রস্তুত ফরাসি জায়ান্টরা।
প্রসঙ্গত, হ্যাজার্ডের পেশাদার ক্যারিয়ারের শুরুটা ফ্রেঞ্চ ক্লাবের হয়ে। ২০০৭-১২ পর্যন্ত তিনি লিলের হয়ে খেলেন। এরপরই উড়াল দেন চেলসিতে। তৃতীয় গন্তব্য হবে কোথায়? পিএসজি, রিয়াল নাকি বায়ার্নে? নাকি অন্য কোথাও!
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএম