ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

তামিম সেরা ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
তামিম সেরা ক্রিকেটার

ঢাকা: এক বছর আগে তামিম ইকবালকে নিয়ে আবাহনী ক্লাবে তোলপাড় অবস্থা। আবাহনী ছেড়ে মোহামেডানে যাওয়ায় কর্মকর্তাদের কেউ কেউ তামিমকে ক্লাবে নিষিদ্ধ ঘোষণা করেন।

জাতীয় দলের সেই খেলোয়াড়ই আবাহনী সমর্থক গোষ্ঠীর বিবেচনায় সেরা ক্রিকেটার।

শেখ কামালের জন্মবার্ষিকীতে গত চার বছর হলো সমর্থক গোষ্ঠীরা আবাহনী কাবের সেরা খেলোয়াড়দের সম্মাননা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার তামিমকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তামিম ইকবালের পুরস্কার নিলেন তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর প্রাণপ্রিয় ক্রিকেটার আকরাম খান।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর শেষে ছুটি কাটাতে মালয়েশিয়াতে আছেন তামিম। সে কারণেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন প্রাণতোষ কুমার। পেশাদার ফুটবল বাংলাদেশ লিগে আবাহনীকে দারুণ সার্ভিস দিয়েছেন প্রাণোতোষ। ফুটবলে হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী।

হকিতে সেরা হয়েছেন পুষ্কর খিশা মিমো। শিরোপা হাত ছাড়া হতে হতে শেষে মোহামেডানের সঙ্গে যুগ্ম-চ্যাম্পিয়ন আবাহনী। মোহামেডানের সঙ্গে শেষ ম্যাচটি অসাধারণ খেলে জিতে নেয় আবাহনী। সেখানে মিমোর অবদান ছিলো অনেক।  

সমর্থক গোষ্ঠীর বিবেচনায় সেরা সংগঠক হয়েছেন কাজী নাবিল আহমেদ। পৃষ্ঠপোষক হিসেবে ক্লাব পরিচালক মোহাম্মদ মুসা মিয়াকে সম্মাননা দিয়েছেন তারা।

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন ১৯৭৬ সালের আবাহনী সভাপতি সোহেল এফ রহমান।

বাংলাদেশ সময়: ২২০২ ঘন্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।