ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুভ জন্মদিন, হামিদ দাদু!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
শুভ জন্মদিন, হামিদ দাদু! ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির আজীবন সদস্য, সাবেক সভাপতি এবং একুশে পদক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকারের পথিকৃৎ সবার প্রিয় আব্দুল হামিদের আজ জন্মদিন।
 
‘হামিদ দাদু’ নামে পরিচিত বাংলাদেশ বেতারের জনপ্রিয় এই ধারাভাষ্যকার ৭৬ বছর বয়সে ২০১২ সালে ইন্তেকাল করেন।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

আদ্যপান্ত একজন অজাতশত্রু এ মানুষটি প্রায় দুই মাস অসুস্থ থাকার পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তার মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে আসে। মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে টিউমার অপসারণ করার পর ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

সব ধরণের খেলায় ‘হামিদ দাদুর’ জ্ঞান ছিল অসাধারণ। হকি, তীরন্দাজ, কুস্তি, বক্সিং থেকে তায়কোয়ান্ডো ছিল তার নখদর্পনে।

স্বাধীন বাংলাদেশে বাংলায় ক্রীড়া ধারাভাষ্যের শুরু হয়েছিল এই ‘হামিদ দাদুর’ হাত ধরে। তিনি ছিলেন বাংলা ধারাভাষ্যের পথিকৃৎ। দেশের সবচেয়ে বড় সম্মান একুশে পদক ছাড়াও বহু পুরস্কার লাভ করেছেন সবার প্রিয় এই ক্রীড়া ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।