ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বিচ টেনিস টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বিচ টেনিস টুর্নামেন্ট

ঢাকা: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জানুয়ারির শেষ সপ্তাহে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট। ’

বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা ৮জন মেয়ে ও ৮জন ছেলেকে নিয়ে সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ টেনিস ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবা বিন আনোয়ার (ডন) জানান, ‘আমরা ওয়ালটন গ্রুপ সব ধরনের খেলায় এগিয়ে আসার চেষ্টা করি। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথম বিচ কাবাডি, প্রথম বিচ ভলিবল, প্রথম বিচ বডিবিল্ডিংসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট প্রথমবারের মতো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এবারও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ টেনিস টুর্নামেন্ট। ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আমরা ওয়ালটন গ্রুপ কক্সবাজারে নানা টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারকে প্রমোট করতে চাই। প্রমোট করতে চাই প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর আমাদের বাংলাদেশকে। ’

ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদ আলম বলেন, ‘আসলে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তারা শুধু টেনিস নয়, দেশের সবগুলো ফেডারেশনের সঙ্গেই কাজ করছে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ টেনিস টুর্নামেন্ট। ওয়ালটন এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই। ’

তিনি আরো বলেন, ‘আসলে বিচ টেনিসের নিয়মকানুন একটু ভিন্ন। ভিন্ন ৠাকেট ও বল দিয়ে টুর্নামেন্টের খেলাগুলো হয়। আসন্ন বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের বিভাগে যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তাদের ৮জনকে নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট। ’

ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্টের ডিরেক্টর ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান ছান্টু জানান, ‘ওয়ালটন টেনিসের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তাদের ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো বিচ টেনিস টুর্নামেন্টে তারা পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে এটা আমাদের জন্য খুশির খবর। আসলে ওয়ালটন গ্রুপ ইননোভেশন ও ক্রিয়েটিভ কাজ পছন্দ করে। বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিতে ওয়ালটন যে ভূমিকা রাখছে তাতে তাদের সাধুবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।