ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা প্রত্যাহার

যশোর: যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা প্রত্যাহার করেছে সাংবাদিকরা।

সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আটকের ব্যাপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা তাদের অবস্থান থেকে সরে আসে।



এছাড়াও ঘটনায় জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন জেলা আওয়ামী লীগ।

প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৮ জানুয়ারি) রাতে চ্যানেল টোয়েন্টিফোরের দুই কর্মীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাব যশোরে সাংবাদিকরা জরুরি সভায় টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত হয়। এরসময় আরো জানানো হয়, শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে হামলার ঘটনায় জড়িত সব দুর্বৃত্তকে আটক করতে প্রশাসন ব্যর্থ হলে পুনরায় ঢাকা ও যশোরের সাংবাদিকদের নিয়ে যৌথ সভা করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জন করা হবে।

এ সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নুর ইসলামসহ ঢাকা ও যশোরের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এসএইচ

** বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা
** যশোরে সন্ত্রাসী হামলায় চ্যানেল ২৪’র ২ কর্মী আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।