ঢাকা: সোমবার (১১ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে বসবে তারার মেলা। তারকা ফুটবলারসহ ফুটবল সংশ্লিষ্ট সম্ভাব্য সকল ব্যক্তিত্বদের আগমণে ভরে উঠবে ফিফা গালা অনুষ্ঠান।
এবারের বর্ষসেরা নারী ফুটবলারের প্রথামিক তালিকায় তিনজনের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড, জাপানের আয়া মিয়ামা ও জার্মানের সেলিয়া সাসিক।
কার্লি লয়েড:
নারী বিশ্বসেরা হতে সম্ভাব্য তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৫ বিশ্বকাপ জয়ী লয়েড। কানাডায় অনুষ্ঠিত আসরে সেরা ফুটবলার গোল্ডেন বল জেতেন এ স্ট্রাইকার। অল্পের জন্য হতে পারেননি গোল্ডেন বুটের মালিক। ফাইনালে তিনি জাপানের বিপক্ষে হ্যাটট্রিক করে যুক্তরাষ্ট্রকে তৃতীয়বারের মতো শিরোপা এনে দেন। এর আগে মার্কিনিদের ২০১২ লন্ডন অলিম্পিকে লয়েড সোনা পাইয়ে দেওয়ায় সেবারও ফিফার নারী বর্ষসেরার প্রাথমিক তালিকায় ছিলেন। লয়েড জাতীয় দলের হয়ে দুইশোর বেশি ম্যাচ খেলেছেন।
আয়া মিয়ামা:
বর্ষসেরা নারী তালিকার আরেক নাম জাপানের অধিনায়ক আয়া মিয়ামি। সদ্য শেষ হওয়া কানাডা বিশ্বকাপে জাতীয় দলকে ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ মিডফিল্ডার। মিয়ামির বয়স ৩০ হলেও অভিজ্ঞতাকে পুঁজি করে পুরো আসরে সবার নজর কেড়েছেন। জাপানের হয়ে ১৫০ ম্যাচ খেলা এ তারকা বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন। মিয়ামি এশিয়ায় তিনবার সেরা নারী ফুটবলারও হয়েছেন।
সেলিয়া সাসিক:
বর্তমান বিশ্বে সেরা নারী ফুটবলারদের মধ্যে অন্যতম সেলিয়া সাসিক। কানাডা বিশ্বকাপে জার্মানের হয়ে ছয়টি গোল ও একটি অ্যাসিস্ট করে পেয়েছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। বিশ্বকাপ ছাড়াও বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে অসাধারণ ভূমিকা রাখায় হয়েছেন ২০১৫ সালে ইউরোপের সেরা নারী ফুটবলার। ইতোমধ্যে অবসরের সিদ্ধান্ত নেওয়া ২৭ বছর বয়সী সাসিক জার্মানের হয়ে ১১১ ম্যাচে ৬৩টি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৬
এমএমএস