ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিয়াজের জোড়া গোলে মালদ্বীপের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
নিয়াজের জোড়া গোলে মালদ্বীপের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ ম্যাচে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় পেল মালদ্বীপ। সোমবার (১১ জানুয়ারি) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।



মালদ্বীপের হাসান নিয়াজের জোড়া গোলের সুবাদে এবং দলের অদম্য পারফর্মেই তারা কম্বোডিয়াকে হারাতে সক্ষম হয়েছে।

ম্যাচের প্রথমার্ধের চতুর্থ মিনিটেই ইশার গোলে এগিয়ে যায় কম্বোডিয়া। এর মাত্র ৬ মিনিট পর গোল পরিশোধ করে ম্যাচে সমতা আনে মালদ্বীপ। ম্যাচে যখন সমতা বিরাজ করছে তখন গোল করার জন্য মরিয়া হয়ে উঠে দু’দলই। দুই দলের আক্রমণ আর পাল্টা-আক্রমণে প্রকৃত ফুটবলের স্বাদ পায় দর্শকরা।

ম্যাচের ৩৭ মিনিটে হাসান নিয়াজ চমৎকার একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে রাখেন। প্রথমার্ধের বাঁশি বাজার আগমুহূর্তে ডিনা টিট গোল করে ম্যাচে আবার সমতা ফেরান। অবশেষে ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোল করার প্রত্যয় নিয়ে মাঠে নামে দু’দল। তবে জয়ের দৌড়ে এগিয়ে ছিল মালদ্বীপ। নিজেদের রক্ষণভাগ সামলে রেখে একের পর এক আক্রমণ করে কিছুটা দূর্বল করে ফেলে কম্বোডিয়ার খেলোয়াড়দের। আর সেই সুযোগে ম্যাচের ৭৮ মিনিটে নিয়াজ বল নিয়ে ঢুকে পড়েন কম্বোডিয়ার বিপদসীমায়। জয়সূচক গোলটি করতে সময় নেননি তিনি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মলদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা,  ১১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।