ঢাকা: ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিকে খেলবেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দেশটির কোচ জেরার্ড টাটা মার্টিনো বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুটবলের ব্যস্ত সূচিতে মেসির উপর থেকে চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আর্জেন্টাইন কোচ।
এ প্রসঙ্গে মার্টিনো বলেন, ফুটবলের ব্যস্ত সূচিতে মেসি সে সময় ক্লান্ত হয়ে পড়বে। তাকে বিশ্রাম দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কোপার আসরে দলকে সেরাটা দিতে তাকে মাঠে চাইবো।
বিশ্রাম দিতে রিও অলিম্পিকে মেসি না খেললেও জুনের কোপা আমেরিকায় খেলবেন বার্সা তারকা। আগস্টের অলিম্পিক আসরে তাকে মাঠে নামানো হবে না।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৬
এমআর