ঢাকা: আমেরিকার নারী দলের কোচ জিল ইলিস জিতে নিলেন ২০১৫ বর্ষসেরা নারী ফুটবল কোচের পুরস্কার। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মুখে যখন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারের পাশাপাশি পুরুষ দলের কোচ লুইস এনরিক, জর্জ সাম্পাওলি আর পেপ গার্দিওলাকে নিয়ে আলোচনার ঝড় চলে, তখন হারিয়ে গিয়েছিল বর্ষসেরা নারী ফুটবল কোচের নামটি।
দলের দারুণ পারফরমেন্স বর্ষসেরা নারী ফুটবল কোচের খেতাব পাইয়ে দিয়েছে জিল ইলিসকে।
বর্ষসেরা নারী ফুটবল কোচের পুরস্কার জিততে জিল ইলিস পেছনে ফেলেছেন ওয়েলসের মার্ক স্যাম্পসন এবং জাপানের নোরিও সাসাকিকে।
২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে জিল ইলিস আরেমিকাকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। একই টুর্নামেন্টে মার্ক স্যাম্পসন ওয়েলসকে তৃতীয় স্থান পাইয়ে দেন। এছাড়া তার অধীনে দলটি সাইপ্রাস কাপ জেতে। নারী বিশ্বকাপের বিশ্বমঞ্চে খেলা জাপানের কোচ সাসাকি দলকে দারুণভাবে শিরোপার ফাইনাল মঞ্চে তুলেছিলেন।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর