ঢাকা: বার্সেলোনার কোচ হিসেবে সাফল্যময় বছরের পুরস্কার হাতে পেলেন লুইস এনরিক। চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলি ও পেপ গার্দিওলাকে টপকে ২০১৫ সালের বর্ষসেরা কোচের খেতাবে ভূষিত হয়েছেন ৪৫ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।
সুইজারল্যান্ডের জুরিখে জমকালো ২০১৫ ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানের মধ্য দিয়ে এনরিকের হাতে ওঠে ফিফা ওয়ার্ল্ড কোচ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বানানোর নেপথ্য কারিগর সাম্পাওলি আক্ষেপটা করতেই পারেন! অপরদিকে, বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা (২০১৪-১৫) শিরোপা জেতা ছাড়া গার্দিওলার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই।
এনরিকের অধীনে স্বপ্নময় ২০১৫ সাল পার করে বার্সা। বছরের সম্ভাব্য ছয়টি বড় শিরোপার মধ্যে পাঁচটিই ঘরে তোলে কাতালানরা। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাতে স্প্যানিশ জায়ান্টরা। শুধুমাত্র অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া করেন এনরিক শিষ্য মেসি-নেইমার-সুয়ারেজরা।
এদিকে, প্রথমবারের মতো বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড জিতলেও পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যালন ডি’অর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এনরিক। সে যাই হোক, দূর থেকে তিনি নিশ্চয়ই উচ্ছ্বসিত ছিলেন!
প্রসঙ্গত, তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা গার্দিওলা এর আগে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন। বার্সার কোচ থাকাকালীন ২০১১ সালে কাতালানদের ট্রেবল শিরোপা জিতিয়ে সম্মানজনক এ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
‘এমএসএন’ ত্রয়ীর (মেসি, নেইমার, সুয়ারেজ) নৈপুণ্যে বার্সেলোনা যেভাবে এগোচ্ছে তাতে করে আবারো বর্ষসেরা কোচ হওয়ার বাসনা করতেই পারেন এনরিক!
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম/এমআর