ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমির লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সেমির লক্ষ্যেই খেলবে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হার কিংবা ড্র নয়। জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতেই বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বুধবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসরের ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে রানারআপ হয়েছিল বাংলাদেশ। এবারের আসরে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই মালয়েশিয়া। তাই বিষয়টি খুব সহজেই অনুমেয় ছিল যে আয়োজক দেশটি গেল আসরের প্রতিশোধ নিতেই বুধবার (১৩ জানুয়ারি) দলটির বিপক্ষে মাঠে নামবে। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম বললেন, প্রতিশোধ নিতে নয়, বরং গ্রুপপর্বের অন্যান্য দলগুলোর মতোই মালয়েশিয়াকে বিবেচনা করে দল খেলবে। তবে অবশ্যই জয়ের জন্য।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে  জয় নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচে জিতলেই উঠে যাবে সেমিফাইনালে। তাই দলটির বিপক্ষে জয়ের বিকল্প কিছুই যেন ভাবতে চাচ্ছেন না স্বাগতিক অধিনায়ক, ‘এই ম্যাচে মায়েশিয়ার বিপক্ষে জিততেই আমরা মাঠে নামবো। এই জন্য আমরা কঠোর অনুশীলন করছি। ’

সন্দেহ নেই গেল ডিসেম্বরে সাফ খেলতে যাবার আগে দেশবাশীকে দিয়ে যাওয়া প্রত্যাশার সিকিভাগও পুরণ করতে না পেরে মানসিকভাবে বেশ পিছিয়ে ছিলেন মামুনুল ইসলামরা। বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সেই অবস্থা কাটিয়ে উঠে কিছুটা হলেও ছন্দে ফেরা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় পেতে নিজেদের সেরা খেলাটি খেলবেন বলে জানালেন মামুনুল, ‘মালয়েশিয়ার বিপক্ষে জিততে হলে আমাদের ভাল ফুটবল খেলতে হবে। আমার বিশ্বাস আমাদের ফুটবলাররা এ ম্যাচে তাদের সেরা খেলাটিই খেলবে। ’

শিষ্যের সঙ্গে একই সুরে কথা বললেন গুরু মারুফুল হকও। বঙ্গবন্ধু গোল্ডকাপের গেল আসরে তিনি মামুনুলদের কোচ ছিলেন না, তাই গেল আসরে কী হয়েছে না হয়েছে, সেদিকে নজর না দিয়ে চলতি আসরে শিষ্যদের কাছ থেকে সেরা খেলাটিই তিনি আশা করছেন। পাশাপাশি তিনি আরও আশাবাদী তার শিষ্যরা মালয়েশিয়ার বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের টার্গেট ছিল প্রথম ম্যাচ জেতা। আমরা সেটা করে দেখিয়েছি। এবার আমাদের লক্ষ্য মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলা। আশা করছি আমার শিষ্যরা সেটাও করে দেখাবে। ’

বঙ্গন্ধু গোল্ডকাপ খেলতে মালয়েশিয়ার জাতীয় দল আসেনি। এসেছে দেশটির অনূর্ধ্ব-২৩ দল। এ দল নিয়ে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করার পর তাদের বিপক্ষে জয় পাওয়া কতুটুকু সহজ হবে? এমন প্রশ্নের জবাবে মারুফুল জানান, মালয়েশিয়ার এই দলটি ভাল। ওরা সব সময়ই গোলবারে শট নিয়ে অভ্যস্ত। এ ম্যাচে জিততে হলে আমাদের উচিত হবে ওদের যখন তখন এই শট নেয়ার প্রবনতা বন্ধ করা।

দলে কোন ইনজুরি আছে কী না কিংবা একাদশে কোন পরিবরর্তন থাকছে কী না? এ প্রশ্নের উত্তরে স্বাগতিক কোচ জানান, দলে কোন ইনজুরি নেই। তবে, সোহেল রানার বাবার শারীরিক অসুস্থতার কারণে এই ম্যাচ সে খেলতে পারবেনা। তার জায়গায় খেলবে হেমন্ত ভিনসেন্ট।

এদিকে ছেড়ে কথা বলবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালয়েশিয়াও। প্রথম ম্যাচ নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করা দলটি জয়ের জন্য মরিয়া হয়ে আছে যার প্রতিফলন দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষেই। সঙ্গত কারণেই দলটির কোচ আবু সালিমের কন্ঠে ঝরলো জয়ের দৃপ্ত চেতনা, ‘আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে আমরাই জিতবো। ’

আর বাংলাদেশের বিপক্ষে জয় পেতে তার দল মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলেও বিশ্বাস করেন তিনি। শুধু্ তাই নয়। এই ম্যাচে তারাই ফেভারিট বলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একরকম হুংকারই ছাড়লেন মালয়েশিয়ার কোচ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।