ঢাকা: লুইস সুয়ারেজকে ছাড়াই কোপা দেল রে টুর্নামেন্টের পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে হবে বার্সেলোনাকে। উরুগুইয়ান তারকার দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সার আপিল খারিজ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষে কোপা দেল রের ম্যাচটিতে ৪-১ গোলের দাপুটে জয় পায় কাতালানরা। অভিযোগ ওঠে, ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সুয়ারেজ। রেফারির রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর টানেলে এসপানিওল খেলোয়াড়দের ‘হুমকি’ দিয়ে দ্বন্দ্বে জড়ান ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।
এর জের ধরেই তার ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে আরএফইএফ। প্রসঙ্গত, ন্যু ক্যাম্পে ডার্বি ম্যাচটিতে (নগর প্রতিদ্বন্দ্বী) এমনিতেই উত্তেজনা ছড়ায়। ম্যাচ চলাকালীন দু’দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার উত্তপ্ত বাক্য বিনিময় করেন। উভয় দলের মোট দশ জনের হলুদ কার্ডের পাশাপাশি এসপানিওলের দুই খেলোয়াড়ের লাল কার্ড সেটিই প্রমাণ করে।
বুধবার (১৩ জানুয়ারি) শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে এসপানিওলের মুখোমুখি হবে সুয়ারেজবিহীন বার্সা। এসপানিওলের মাঠে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে। ।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
অারএম