ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তোরেসের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
তোরেসের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল ছবি : সংগৃহীত

ঢাকা: আর মাত্র একটি গোল করলেই অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে রেকর্ড বুকে নাম লেখাবেন ফার্নান্দো তোরেস। তবে অ্যাঙ্কেল (পায়ের গোড়ালি) ইনজুরির কারণে তার গোলের সেঞ্চুরির অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হচ্ছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে অ্যাতলেতিকো ক্লাব কর্তৃপক্ষ।

রায়ো ভায়োকানোর বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে দলের বাইরে থাকবেন তোরেস। ভিসেন্তে ‍কালদেরনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে। ভায়োকানোর মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়।

সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পান তোরেস। এর জের ধরে সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ দিয়েগো সিমিওন। এবার কোপা দেল রের ম্যাচ থেকেও ছিটকে গেলেন ৩১ বছর বয়সী এ স্প্যানিশ স্ট্রাইকার।

ফিটনেস সমস্যার সঙ্গে ফর্মহীনতায় ভুগছেন তোরেস। লা লিগায় চলতি মৌসুমে ১৬ ম্যাচে মাত্র দু’টি গোল করেছেন  সাবেক চেলসি ও লিভারপুল তারকা। তবে সব ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি (রোববার) মাইলফলক গড়ার সুযোগ পেতে পারেন তোরেস। ওইদিন বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় লাস পালমাসের মুখোমুখি হবে অ্যাতলেতিকো।

উল্লেখ্য, তোরেসের ফুটবল খেলার হাতেখড়ি অ্যাতলেতিকোর হয়েই। ১৯৯৫-২০০১ পর্যন্ত বয়সভিত্তিক দলে খেলার পর প্রফেশনাল ফুটবলে পা রাখেন। ২০০৭ পর্যন্ত অ্যাতলেতিকোর মূল দলের হয়ে ২৪৪ ম্যাচে করেন ৯১ গোল।

এর পরই পাড়ি জমান লিভারপুলে। সেখান থেকে চেলসি, এসি মিলান হয়ে গত মৌসুমেই শৈশবের ক্লাবে ফেরেন তোরেস। অ্যাতলেতিকোতে প্রত্যাবর্তনের মৌসুমে সব মিলিয়ে ২৬ ম্যাচে গোল করেন মাত্র ছয়টি। আর ২০১৫-১৬ মৌসুমে এখন পর্যন্ত ২৩ ম্যাচে মাত্র দু’বার জালের মুখ দেখেন।

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।