ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ লিগ কাপ জয় থেকে দুই ধাপ দূরে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কোয়ার্টার ফাইনালে অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অপর কোয়ার্টারে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারানো তোলাস সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে।

পিএসজির হয়ে এ ম্যাচে বিশ্রামে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। স্কোয়াডে থাকলেও সুইডিশ তারকাকে মাঠে নামানসি কোচ লরা ব্লা। তবে ঘরের মাঠ প্যারিসে জয় পেতে তাদের বেশ বেগ পেতে হয়। ম্যাচের ১৭ মিনিটে ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন ৠাবিয়টের গোলে লিড নিলেও সমতা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে লিঁওকে ম্যাচে ফেরান ৠাবিয়টের স্বদেশী কোরেন্তিন তোলিসো।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটের মাথায় লরা ব্লা কে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানেই খেলার নিষ্পত্তি ঘটে। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই ডি মারিয়া-কাভানিদের উচ্ছ্বাসের সঙ্গে উল্লাসে মাতেন স্বাগতিক দর্শকরা।

ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে তোলাসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আগামী ২৬/২৭ জানুয়ারি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন শেষ চারের অপর ম্যাচে লিলের মুখোমুখি হবে বোর্ডেক্স।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।