ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শরীর চর্চায় মেধা বিকশিত হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। আমাদের বাংলাদেশকে আলোকিত করতে মেধাবী ও সুস্বাস্থ্যের অধিকারীদের প্রয়োজন।

এজন্য শরীর চর্চার বিকল্প নেই।

এমনই বক্তব্য জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ‘বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বসুন্ধরা টেনামেন্ট ফ্ল্যাট ওনার্স ফোরাম পঞ্চমবারের মতো আয়োজন করছে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

টেনামেন্ট ফ্ল্যাট ওনার্স ফোরামের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, টুর্নামেন্টের আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের সিনিয়র অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. ইমরুল হাসান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, শহরগুলোতে যে জীবন কাটাচ্ছি; এতে বাচ্চাদের স্কুলে মাঠ নেই, খেলার সুযোগ নেই। টেলিভিশন বা মোবাইলে আটকে গেছে তাদের জীবন। অথচ শিশু জন্ম নেওয়ার পর হাত-পা নাড়ানোর মধ্য দিয়ে প্রকৃতিই শিখিয়ে দেয় শরীর চর্চার মধ্যে দিয়ে বড় হতে হবে। কিন্তু আমরা সেটি করছি না। বিভিন্ন জায়গায় সুযোগও নেই। বসুন্ধরা গ্রুপ সে সুযোগ করে দিয়েছে। বসুন্ধরা সব সময়ই বিভিন্ন খেলাধুলাকে গুরুত্ব দেয়।

তিনি বলেন, শরীর চর্চায় মানুষের স্বাস্থ্য ভালো থাকে, আর একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষ বেশি পরিশ্রম করতে পারেন। একই সঙ্গে শরীর চর্চায় মেধা বিকশিত হয়। মেধাবী ও সুস্বাস্থ্য অধিকারীরাই বাংলাদেশকে আলোকিত করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। এজন্য শরীর চর্চার বিকল্প নেই।
 
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, এখন ছেলে-মেয়েরা টিভি ও মোবাইলে নানা ধরনের গেমস দেখে এবং খেলে। পর্যাপ্ত মাঠ নেই, খেলার সুযোগ নেই। জায়গার অভাবে আয়োজনও হয় না। এখানে (বসুন্ধরা) সুযোগ আছে বলে আপনারা আয়োজন করেছেন, ভালো লাগছে। যা শিশুদের জন্য উপকারে আসবে।
 
খেলাধুলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আপনারা আমাদের এই ঐতিহ্য ধরে রেখেছেন, এজন্য ধন্যবাদ জানাই, যোগ করেন তিনি।

‘বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৬’তে সিনিয়র-জুনিয়র দুই ক্যাটাগরিতে ২০টি টিম অংশ নিচ্ছে। এর মধ্যে সিনিয়র ডাবলস ২০টি, সিঙ্গেল ২০টি এবং জুনিয়র ডাবলস ২০টি টিম রয়েছে। এই খেলা রোববার (১৭ জানুয়ারি) থেকে শুরু হয়ে আগামী ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তারিখে শেষ (ফাইনাল) হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে গত চারবারের সিনিয়র গ্রুপ চ্যাম্পিয়ান তারিকুল ইসলাম চৌধুরী ও তিনবারের জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ান সাকিফ হাসানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।