ঢাকা: স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নিয়েছিল স্পোর্টিং গিজন। স্বাগতিক রিয়াল নিজেদের মাঠে প্রায় সাড়ে ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে গিজনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।
এ ম্যাচে জয়ের ফলে রিয়ালের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৪৩ পয়েন্ট। ২০ ম্যাচ খেলে নতুন কোচ জিনেদিন জিদানের শিষ্যরা এই পয়েন্ট অর্জন করেছে।
৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশে জিদান মাঠে নামান কেইলর নাভাস, কারভাজাল, ভারানে, পেপে, মার্সেলো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ইসকো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের সপ্তম মিনিটে রিয়ালের গোল উৎসবের শুরু। টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে গোল করেন গ্যারেথ বেল। এক গোলের লিড পাওয়ার দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। বেনজেমার সহায়তায় গোল করেন পর্তুগিজ তারকা। ১২তম মিনিটে গোল করেন বেনজেমা। ফরাসি তারকাকে গোল করতে সহায়তা করেন ওয়েলস তারকা বেল। ৩-০তে এগিয়ে যায় রিয়াল।
১৮ মিনিটের মাথায় আবারো গোল করেন রোনালদো। পর্তুগিজ অধিনায়ককে তার দ্বিতীয় গোলটি করতে বল অ্যাসিস্ট করেন কারভাজাল। বিরতির আগে ম্যাচের ৪১তম মিনিটে বেনজেমা গোল করলে স্কোর দাঁড়ায় ৫-০।
বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান কমানো গোল করেন গিজনের তারকা ইসমাইল ব্লাঙ্কো। বাকি সময়ে রিয়ালকে আর কোনো গোলের সুযোগ নিতে দেয়নি অতিথিরা। ফলে, ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৬
এমআর