বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ মাঠে নেমেছে। লাল-সবুজদের প্রতিপক্ষ বাহরাইন।
প্রথম দশ মিনিটে আক্রমণ আর পাল্টা-আক্রমণে ম্যাচ গড়ায়। দুরন্ত গতিতে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টায় মরিয়া থাকে দুই দল। এর মধ্যেই বাংলাদেশের তারকা ফুটবলার মিঠুন চৌধুরি প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করায় হলুদ কার্ড দেখেন।
ম্যাচের ১৫তম মিনিটে পরপর তিনবার থ্রো লাভ করে মামুনুল ইসলামের দল। সেখানে থেকে কোনো সুবিধা আদায় করে নিতে না পারলেও কাউন্টার অ্যাটাকে মামুনুলের বাড়িয়ে দেওয়া বলে হেমন্ত ভিনসেন্ট শট নিলেও তা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন বাহরাইনের ডিফেন্ডাররা। দুই মিনিট পরেই রায়হান-মামুনুল-হেমন্তের দারুণ একটি বোঝাপড়া দেখা যায় মাঝমাঠে।
ম্যাচের ২০তম মিনিটে হেমন্ত বাহরাইনের পাঁচ ফুটবলারকে কাটিয়ে দারুণ গতিতে বল নিয়ে প্রবেশের চেষ্টা করলেও সে যাত্রায় দলকে গোল পাইয়ে দিতে পারেননি।
মাঝমাঠে বলের দখল ধরে রেখে দুর্দান্ত খেলতে থাকেন মারুফুল হকের শিষ্যরা। হেমন্ত-শাখাওয়াত রনির একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাহরাইন। প্রথম ৩০ মিনিটে স্বাগতিকদের পরিকল্পনা অনুযায়ী খেলতে দেখা যায়। গোলের দেখা না পেলেও বাংলাদেশ ৩০তম মিনিটে আরেকটি সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। লম্বা থ্রো থেকে বাহরাইনের ডি-বক্সে বল পান ইয়ামিন। তার হেডটি গোলবারের বাইরে দিয়ে বের হয়ে যায়।
৩৫তম মিনিটে রায়হানের লম্বা থ্রো বাহরাইনের গোলরক্ষক সরাসরি নিজের নিয়ন্ত্রণে নেন। মারজান ঈদের শিষ্যরা কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন। তবে, বাংলাদেশের ডি-বক্সে বল নিয়ে প্রবেশের আগেই তাদের আক্রমণগুলো মুখ থুবড়ে পড়তে থাকে। স্বাগতিক রক্ষণভাগের ফুটবলাররা দারুণভাবে রুখে দিতে থাকেন বাহরাইনের স্ট্রাইকারদের।
ম্যাচের ৩৯তম মিনিটে ইয়াসিন প্রতিপক্ষের এক ফুটবলারকে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে ফেলে দিলে ফি-কিক আদায় করে বাহরাইন। জোরালো কিক নিলেও বাহরাইনের শটটি দারুণ ভাবে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শহীদুল আলম।
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে বাহরাইন। বাংলাদেশের গোলবারের বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসা বল স্বাগতিক গোলরক্ষক শহীদুল আলম নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফলে, ফিরতি বলে হেড করেন আলহুজি। তাতেই বাংলাদেশের জালে বল জড়িয়ে যায়। বাহরাইন এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইনের পর্দায়।
বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে হলেও শেষের দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ততটা চমকপ্রদ ছিলনা। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার ক্লাব পর্যায়ের দলের সঙ্গে ১-১ গোলে ড্র’র পর শেষ ম্যাচে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে গোলশূণ্য ড্র করেও ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নিশ্চিত করে শেষ চার।
তবে, ফাইনালের টিকিট নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও কোচ মারুফুল হক জানান সে কথা।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এমআর/
** ফাইনালের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ