ঢাকা: লিওনেল মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই। স্ক্যান রিপোর্টে বার্সেলোনার আর্জেন্টাইন আইকনের কোনো ইনজুরি ধরা পড়েনি।
অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। তাই দ্বিতীয়ার্ধে দলের সেরা তারকাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক। এ ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলের উড়ন্ত জয় পায় কাতালানরা। একটি করে গোল করেন মেসি, নেইমার ও রাকিটিচ।
স্ক্যান রিপোর্ট অনুযায়ী, ইনজুরি আক্রান্ত না হলেও খানিকটা ফিটনেস সমস্যায় ভুগছেন মেসি। তবে আশা করা হচ্ছে, বিলবাওয়ের বিপক্ষে পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামবেন মেসি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের মাঠে বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
প্রসঙ্গত, মেসি ইনজুরিমুক্ত থাকলেও ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দশদিনের জন্য ছিটকে গেছেন জর্ডি আলবা। বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে স্প্যানিশ ডিফেন্ডারের মাঠে নামা হচ্ছে না।
** বিলবাও ম্যাচে ছিটকে গেলেন আলবা
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম