ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কেনেডি হত্যাকাণ্ডে ফাঁসানো হবে নেইমারকে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
কেনেডি হত্যাকাণ্ডে ফাঁসানো হবে নেইমারকে! ছবি: সংগৃহীত

ঢাকা: নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট কার্লোস ভিয়ারুবি। তার ধারণা, বার্সার হয়ে ব্রাজিলিয়ান তারকার উজ্জ্বল পারফরম্যান্স একটি মহলের সহ্য হচ্ছে না।

এমন পরিস্থিতিতে, ১৯৬৩ সালে ডালাসে সংঘটিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গেও যদি নেইমারকে জড়ানো হয় তাহলেও নাকি অবাক হবেন না ভিয়ারুবি!

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর সময় নেইমারের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে। যা পড়ে আদালতে গড়ায়। পুরো ব্যাপারটিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ভিয়ারুবি। বার্সার হয়ে নেইমার যেন শান্তিতে খেলতে না পারেন সেজন্যই একটি মহল উঠেপড়ে লেগেছে বলে মনে করেন তিনি।

এদিকে, দীর্ঘ সময় ধরে চলা কর ফাঁকির মামলায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নেইমারকে স্পেনের আদালতে হাজিরা দিতে হবে। ওই সময়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও সে সময়টাতে ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে শিরোপা লড়াইয়ের দৌড়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলের হয়ে খেলার পাশাপাশি আইন-আদালতের ঝামেলা মিলিয়ে নেইমারের জন্য কঠিন সময়ই অপেক্ষা করছে!

এক সাক্ষাৎকারে ভিয়ারুবি বলেন, ‘নেইমার প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে নিজের খেলা বেশ উপভোগ করছে এবং প্রতিটি ম্যাচেই আরো পরিণত হচ্ছে। এটিই বিষয়টি আরো কঠিন করে তুলছে। তার বিরুদ্ধে একটি মহল বেশ জোরেশোরেই ষড়যন্ত্র করছে। আমি নিশ্চিত যে একদিন তারা অভিযোগ তুলবে, ১৯৬৩ সালে যেদিন মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করা হয়েছিল সেদিন নেইমার ডালাসেই অবস্থান করছিল। ’ উল্লেখ্য, নেইমারের বিরুদ্ধে কোন মহল ষড়যন্ত্র করছে তা খোলাসা করেননি বার্সা ভাইস প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।