ঢাকা: মেসুত ওজিল আরেকটি অ্যাসিস্ট করেছেন। তবে আর্সেনালের জার্মান তারকা এবার কোন সতীর্থের উদ্দেশ্যে বল বাড়াননি।
চলতি মৌসুমে ইংলিশ লিগে সতীর্থদের দিয়ে গোল করানোর বেলায় সবার ধরাছোঁয়ার বাইরে ওজিল। এখন পর্যন্ত গানারদের ১৬টি গোল এসেছে তার পাস থেকে। তবে চুইংগামেও কম যান না ওজিল। অনুশীলনের এক ফাঁকে সেটিই করে দেখিয়েছেন তিনি।
এক বিকেলে আর্সেনালের প্র্যাকটিস মাঠে হঠাৎই চুইংগাম দিয়ে ফুটবলীয় কারিকুরি দেখিয়ে সবাইকে চমকে দেন ওজিল। মুখ দিয়ে চিবিয়ে সেটি শূন্যে ছুড়ে বাম পায়ের কিকে তা সঠিক জায়গায় পাঠাতে মোটেও ভুল করেননি ফর্মের তুঙ্গে থাকা আর্সেনাল প্লে-মেকার। সরাসরি ক্যামেরার লেন্সে আশ্রয় নেয় চুইংগাম!
প্রসঙ্গত, চেলসির বিপক্ষে ওজিলের এমন নৈপুণ্যই মনেপ্রাণে চাইছে আর্সেনাল। ইনজুরির কারণে স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র হওয়া সর্বশেষ ম্যাচটিতে দলের বাইরে থাকলেও ব্লুজদের বিপক্ষে পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ওজিল। তার সঙ্গে দু’মাসের ইনজুরি কাটিয়ে আলেক্সিস সানচেজও খেলায় ফিরছেন।
এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টায় আর্সেনাল ও চেলসির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএম