ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে ইভা, ভারতে জয়ের ধারায় ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
শীর্ষে ইভা, ভারতে জয়ের ধারায় ফাহাদ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে এবং প্রবাসী দাবা খেলোয়াড় নেয়ামুল হক নিরুর আর্থিক পৃষ্ঠপোষকতায় প্রথম শামসুন নাহার মহিলা রেপিড রেটিং দাবা প্রতিযোগিতার খেলা মঙ্গলবার (১৯ জানুয়ারি) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।



মহিলা দাবা সমিতির সভাপতি আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ রেপিড দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন ও সদস্য মাহমুদা হক চৌধুরী মলি এবং মহিলা দাবা সমিতির সাধারণ সম্পাদক জাহানারা হক রুনু। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা ও যুগ্ম-সম্পাদক শামীম খান, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী উপস্থিত ছিলেন।

৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে ১২জন মহিলা ও বালিকা অংশ নিয়েছেন। তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে পয়েছেন। আড়াই পয়েন্ট নিয়ে সাবিকুন নাহার তনিমা দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিকে, ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত অষ্টম ‘চেন্নাই ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতার’ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের বালা কান্নামার সাথে ড্র করেন। এর আগে গতকাল (সোমবার) প্রথম রাউন্ডে ফাহাদ ভারতের পিভিএস অরাবিন্দকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।