ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রান্ড স্লাম ইভেন্টে ৩০০তম ম্যাচ জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রজার ফেদেরার। বুধবার (জানুয়ারি ২০) অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড়।

এর মধ্য দিয়ে ২৯৯টি গ্রান্ড স্লাম ম্যাচ জিতে নেন সুইস তারকা।

মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের আলেক্সান্ডার ডল্গোপোলোভের বিপক্ষে প্রথম সেটটি ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় সেটে ঘাম ঝড়াতে হয় ফেদেরারকে। ৭-৫ গেমে দ্বিতীয় সেটটি হারলেও ফেদেরারকে ঠিকই ভীতি উপহার দেন ডল্গোপোলোভ!

তবে শেষ সেটে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি ফেদেরার। ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন সতেরবারের গ্রান্ড স্লাম জয়ী। মাইলফলক ছোঁয়ার ম্যাচে তার প্রতিপক্ষ হতে পারেন আর্জেন্টাইন মার্কো ট্রানগেলিটি বা বুলগেরিয়ান গিগর দিমিত্রভ।

এদিকে, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের কুয়েন্টিন হেইলসের বিপক্ষে কোর্টে নামবেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ।

উল্লেখ্য, চার বছর ধরে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা খরায় ভুগছেন ফেদেরার। সর্বশেষ ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হন ৩৪ বছর বয়সী সুইস তারকা। এর আগে আরো তিনবার (২০০৪, ২০০৬, ২০০৭) এ ট্রফি উঁচিয়ে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম

** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।