ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছিটকে গেলেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ছিটকে গেলেন বেল ছবি: সংগৃহীত

ঢাকা: তিন সপ্তাহের জন্য ছিটকে পড়লেন রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা গ্যারেথ বেল। কাফ ইনজুরির কারনে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে।



রিয়াল মাদ্রিদের ক্লাব অফিসিয়াল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সবশেষ লা লিগার ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশীতে টান অনুভব করেন তিনি। সে ম্যাচে গোলও করেছিলেন ওয়েলসের সেরা তারকা বেল। ম্যাচ শেষে তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নেওয়া হয়।

লা মোরালেজা হাসপাতালে করা স্ক্যান রিপোর্টের ফলাফলে দেখা যায়, বেলের ডান পায়ের পেশীতে সমস্যা রয়েছে। ফলে তাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। এ সময়ে বেলকে ছাড়াই রিয়ালকে মাঠে নামতে হবে। লা লিগার চলতি আসরে স্প্যানিশ ফেভারিটদের সামনে রয়েছে রিয়াল বেটিস, এসপানিওল ও গ্রানাডার বিপক্ষে ম্যাচ।

তবে, ১৩ ফেব্রুয়ারি লিগের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বেলের। সেদিন অ্যাতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচেও দেখা যেতে পারে বেলকে। আগামী ১৭ ফেব্রুয়ারি রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

চলতি মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা বেল রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৭ ম্যাচে মাঠে নেমেছিলেন। এর মাঝে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৩ বার। তার সবগুলি গোলই স্প্যানিশ লা লিগার চলতি আসরে করা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।