ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কাই ম্যারাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
স্কাই ম্যারাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় দেড় হাজার ফুট উঁচুতে চিম্বুক পাহাড়ের উচু নিচু পথে আয়োজিত ‘আন্তর্জাতিক স্কাই ম্যারাথন’ এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।  
 
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।


 
ম্যারাথনের ২১ দশমিক ১ কিলোমিটার পথ ১ ঘণ্টা ১৯ মিনিট সময়ে অতিক্রম করে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন বরিশালের ফিরোজ খান। নারীদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকার মেরুনা খাতুন। তিনি ২১ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৩ মিনিট। পুরুষদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের মোহাম্মদ ফরিদ, তৃতীয় হয়েছেন ঢাকার রফিকুল ইসলাম এবং নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন আর্দুসা হেরিস তেরেসা (নেদারল্যান্ড), তৃতীয় হয়েছেন যশোরের ইতি বেগম।
 
প্রথম স্থান অধিকারীকে ৩০ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ২০ হাজার ও ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া, সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী ৩০ জন পুরুষ ও ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়।  
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।  
 
এর আগে, আদিবাসীদের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে বাংলাদেশ আইডল মং, পংকজ ও চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।  
 
এদিকে আয়োজকরা জানান, জাতীয় পর্যটন বর্ষ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরতে দেশে প্রথম বারের মতো স্কাই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের ঐতিহ্যবাহী অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি, এ ফর অ্যাডভেঞ্চার ক্লাব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করেছে। এ স্কাই ম্যারাথনে দেশের ৮ বিভাগ থেকে বাছাইকৃত ৮০ জন, ৬ জন বিদেশি ও স্থানীয়সহ ২৫০ জন অংশ নেন।   
 
বাংলাদেশ এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম জানান, জাতীয় পর্যটন বর্ষ উপলক্ষে আয়োজিত এ ম্যারাথন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।  
 
২০১৪ সালের ডিসেম্বর মাস জুড়ে দেশের ৮টি বিভাগে বিভাগীয় স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।  
 
সকাল ৮টায় এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠানের উদ্যোগে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন হতে ম্যারাথন শুরু হয়। অংশগ্রহণকারীরা ২১.১ কিলোমিটার পথ দৌঁড়ে বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে ম্যারাথন শেষ করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।