ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্সেনাল-চেলসি ম্যাচে ব্লুজদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আর্সেনাল-চেলসি ম্যাচে ব্লুজদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল চেলসি-আর্সেনাল। দিয়েগো কস্তার একমাত্র গোলের সুবাদে শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।

১-০ গোলে গাস হিডিঙ্কের চেলসি হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য জানায় আর্সেনাল। নিজেদের মাঠে অফিসিয়ালি ৬০ হাজার ৭২ জন দর্শকের সামনে খেলতে নামে ব্লুজ ও গানাররা। শুরু থেকেই কাঙ্খিত গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। পূর্ন তিন পয়েন্টের জন্য একের পর এক আক্রমণ শানায় চেলসি-আর্সেনাল।

ম্যাচের ১৮তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিক আর্সেনাল। তাতে অবশ্য গোলের দেখা পায়নি চেলসি। আর্সেনালের মারতেসাকারকে ফাউলের অভিযোগে লাল কার্ড দেখানো হয়। আর তাতেই দশ জনের দলে পরিণত হয়ে পিছিয়ে পড়ে গানাররা।

স্বাগতিকদের দশ জনকে পেয়ে ম্যাচের ২৩তম মিনিটে লিড নেয় চেলসি। ব্রানিস্লাভ ইভানোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের গোল পাইয়ে দেন দিয়েগো কস্তা। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় চেলসি।

লিড পাওয়ার পর থেকেই কিছুটা ডিফেন্সিফ খেলতে থাকে চেলসি। বিরতির আগে ও পরে গোল শোধ করতে পারেনি আর্সেনাল। ফলে, কস্তার একমাত্র গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে হারিয়ে খুঁজে ফেরা চেলসি।

এ ম্যাচে পয়েন্ট হারানোর কারণে আর্সেনাল পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রইল। ২৩ ম্যাচে গানারদের অর্জন ৪৪ পয়েন্ট। ২৩ ম্যাচে সর্বোচ্চ ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চমক দেখানো দল লিচেস্টার সিটি। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে হারানোয় ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করা চেলসি রয়েছে টেবিলের ১৩তম স্থানে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।