ঢাকা: ব্রাজিল ফুটবলের অন্যতম তারকা রোনালদিনহো ভারত সফরে গিয়ে অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। ভক্তদের চাপে ট্রাফিক সিগনালের একটি লাইটপোস্ট রোনালদোর গাড়ির ঠিক সামনে ভেঙে পড়ে।
এ সময় গাড়িতেই অবস্থান করছিলেন ব্রাজিল তারকা। তবে, গাড়ির ড্রাইভারের দক্ষতায় কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি রোনালদিনহোর।
সাইত নাগজি আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আয়োজক কমিটি রোনালদিনহোকে ভারতে আমন্ত্রণ জানায়।
সোমবার (২৫ জানুয়ারি) স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় রোনালদিনহোকে দেখতে হাজারো ভক্ত ভিড় জমান। অনেকে রাস্তার সিগনালের লাইটপোস্টে উঠে পড়েন। আর তাতে চাপ ধরে রাখতে না পেরে ভেঙে পরে লাইটপোস্টটি।
বিভিন্ন দেশ ও ক্লাবের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলকে নিয়ে ভারতের কেরালায় শুরু হচ্ছে সাইত নাগজি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আসরের পর্দা নামবে ২১ ফেব্রুয়ারি। এবারের টুর্নামেন্টের অ্যাম্বাসেডর করা হয়েছে রোনালদিনহোকে।
এবারের আসরে ইউরোপ আর সাউথ আমেরিকার সাতটি ক্লাব অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, ২৫ জানুয়ারি ২০১৬
এমআর