ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নারীদের বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। পঞ্চম বাছাই রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের সেমিতে উঠেছেন মার্কিন তারকা সেরেনা।



মেলবোর্ন পার্কে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে শারাপোভাকে প্রথম সেটে ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় সেটে রাশিয়ান তারকাকে দাঁড়াতেই দেননি সেরেনা। দ্বিতীয় সেটে ৬-১ গেমে জিতেছেন তিনি।

এ জয়ের ফলে শারাপোভাকে টানা ১৮তম বারের মতো হারলেন সেরেনা। ফলে, গত এক যুগ ধরে সেরেনার বিপক্ষে জয়ের মুখ দেখা হয়নি শারাপোভার।

২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে শারাপোভার বিপক্ষে এক ঘণ্টা ৩২ মিনিট খেলেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা।

৩৪ বছর বয়সী সেরেনা ফাইনালে উঠার লড়াইয়ে কোর্টে নামবে টেনিসের চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৬ জানুয়ারি ২০১৬
এমআর

** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।