ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির ক্লাব সতীর্থ হওয়ার অপেক্ষায় দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মেসির ক্লাব সতীর্থ হওয়ার অপেক্ষায় দিবালা ছবি : সংগৃহীত

ঢাকা: পাওলো দিবালা। বয়স ২২।

যাকে ভাবা হচ্ছে, আর্জেন্টিনা দলে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে। ক্লাব পর্যায়ে খেলেন জুভেন্টাসের হয়ে। এবার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে বার্সেলোনার জার্সিতে খেলার আকাঙ্খা ব্যক্ত করেছেন দিবালা। স্প্যানিশ জায়ান্টরাও সম্ভাবনাময় এ স্ট্রাইকারের ওপর দৃষ্টি রাখছে।

গত রোববার (২৪ জানুয়ারি) দিবালার একমাত্র গোলেই রোমাকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা ১১ ম্যাচে জয়ের ধারা বজায় রাখে জুভেন্টাস। জানা যায়, ওই ম্যাচটিতে বার্সার ক্রীড়া পরিচালক রবার্ট ফার্নান্দেজ আর্জেন্টাইন উদীয়মার তারকার খেলা উপভোগ করেন।

এরপরই দুর্দান্ত ফর্মে থাকা দিবালার ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর গুঞ্জনে বাড়তি হাওয়া লাগে। বলা বাহুল্য, জুভিদের হয়ে নিজের শেষ ১০ ম্যাচে আটটি গোল করেন ২২ বছর বয়সী এ স্ট্রাইকার।

এক সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘বার্সেলোনার প্রতিনিধির উপস্থিত থাকার (রোমার বিপক্ষে ম্যাচে) বিষয়টি আমি সত্যিই জানতাম না। আমার সবকিছু ভালোভাবে এগোচ্ছে বিদায় আমি খুব খুশি। দল হিসেবে আমরা দেখিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমাদের আরো ভালো পারফরম্যান্স করার সক্ষমতা রয়েছে। ’

জাতীয় দল সতীর্থ মেসির বিপক্ষে খেলতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে দিবালার ভাষ্য, ‘না, আমার মেসির সঙ্গে খেলার একটা আকাঙ্ক্ষা রয়েছে। ’ বোঝাই যাচ্ছে, বার্সার জার্সিতে মেসির পাশে খেলতে কতটা উন্মুখ হয়ে আছেন দিবালা!

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।