ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টাইব্রেকারে জিতে ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টাইব্রেকারে জিতে ফাইনালে লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনাল নিশ্চিত করলো লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

পেনাল্টি শুটআউটে স্টোক সিটিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখে অল রেডসরা।

প্রথম লেগ শেষে এক গোলে এগিয়ে থাকায় ফেভারিট তকমা নিয়েই নিজেদের মাঠে নামে লিভারপুল। তবে ফিরতি পর্বের ম্যাচে নির্ধারিত সময়ে গোলের দেখাই পাননি মিলনার-রবার্তো ফিরমিনোরা। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের দুঃস্বপ্ন উপহার দেন অস্ট্রিয়ান স্ট্রাইকার মার্কো আর্নাতোভিচ।

নব্বই মিনিটের খেলা শেষে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু, দু’দলের কেউই জয়সূচক গোল উপহার দিতে পারেননি। তাই অবধারিতভাবে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি ঘটে।

পেনাল্টি শুটআউটের প্রথম দু’টি কিক থেকে উভয় দলের খেলোয়াড়ই বল জালে জড়ান। কিন্তু, নাটকীয়ভাবে দু’দলই পরের দু’টি শট মিস করে বসেন। এরপর ধারাবাহিক সাফল্যের পর সপ্তমবারের বেলায় হতাশায় ডোবে ভিজিটররা।

পেনাল্টি মিস করেন স্টোক ডিফেন্ডার মার্ক মিউনিয়েসা। এর পরের শটেই বল জালে জড়িয়ে লিভারপুলকে ফাইনালের টিকিট এনে দেন ওয়েলস মিডফিল্ডার জো অ্যালেন। মুহূর্তেই গোটা গ্যালারি যেন উৎসবে মাতে!

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হতে পারে এভারটন বা ম্যানচেস্টার সিটি। প্রথম লেগ শেষে ২-১ গোলে পিছিয়ে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে সিটিজেনরা।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।