ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সুয়ারেজ-নেইমারদের কল্যাণে সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সুয়ারেজ-নেইমারদের কল্যাণে সেমিতে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: পিছিয়ে থেকেও কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লুইস সুয়ারেজ ও নেইমারদের নৈপূণ্যে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ অ্যাগ্রিগেটে জিতে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করেলো লুইস এনরিকের শিষ্যরা।



বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের খেলায় বিলবাওকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে খেলার প্রথমেই পিছিয়ে পড়লেও সুয়ারেজ, জেরার্ড পিকে ও নেইমারের একটি করে গোলের সুবাদে জয় ছিনিয়ে নেয় কাতালানরা। এরআগে প্রথম লেগে বার্সা ২-১ ব্যবধানে জয় পেয়েছিলো।

এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সার। খেলার মাত্র ১২ মিনিটেই স্বাগতিক শিবিরকে নিশ্চুপ করে এগিয়ে যায় বিলবাও। আরিতিজ আদুরিজের সহায়তায় সফরকারীদের লিড পাইয়ে দেন ইনাকি উইলিয়ামস। খেলায় পিছিয়ে থেকে পাল্টা বেশ কয়েকটি আক্রমণ চালায় লিওনেল মেসিরা। তবে খেলার প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বার্সা। এরই সুবাদে খুব দ্রুত ফলাফল পায় দলটি। খেলার ৫৩ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের পাস থেকে বার্সার হয়ে সমতা আনেন সুয়ারেজ। পরে ম্যাচের ৮১ মিনিটে লিড নেন ডিফেন্ডার পিকে। দানি আলভেসের অ্যাসিস্টে দলের স্কোর লাইন ২-১ এ করেন পিকে।

এদিকে খেলার নির্ধারিত সময়ের পর ম্যাচের দায়িত্বে থাকা রেফারি অতিরিক্ত এক মিনিট যোগ করেন। আর এই এক মিনিটেই বাজিমাত করেন ব্রাজিল অধিনায়ক নেইমার। সার্জিও রোবের্টোর সহায়তায় বড় জয় নিশ্চিত করেন নেইমার।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।