ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আগুয়েরোর গোলে ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আগুয়েরোর গোলে ফাইনালে ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: সার্জিও আগুয়েরোর শেষ দিকের গোলে ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালে এভারটনকে ৩-১ ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে লিভারপুলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করলো ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

প্রথম লেগের খেলায় ২-১ ব্যবধানে হেরেছিলো সিটিজেনরা।

বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলায় এভারটনকে আতিথিয়েতা জানায় সিটি। তবে খেলার শুরুতেই সিটির ফাইনালের ‍আশা নষ্ট করে লিড নেয় এভারটন। ম্যাচের ১৮ মিনিটে লিওন ওসমানের অ্যাসিস্টে রোস ব্রাকলি গোল করলে সফরকারীরা ১-০ ব্যবধানের লিড পায়।

তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারী দলটি। ছয় মিনিট পরেই ফার্নান্দো লুইজের গোলে সমতায় ফেরে সিটি। কিন্তু খেলার প্রথমার্ধে আর কোন গোল না হলে সমতা নিয়েই বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতির আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। এরই সুবাদে খেলার ৭০ মিনিটে লিড পায় তারা। রাহিম স্টারলিংয়ের সহায়তায় স্কোর লাইন ২-১ এ নিয়ে যান কেভিন ডি ব্রুইন।

এমতঅবস্থায় দুই লেগ মিলিয়ে সমতায় থাকে দু’দল। খেলা টাইব্রেকারের দিকে গড়াচ্ছিলো। তবে খেলার নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে বাজিমাত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। দ্বিতীয় গোল করা ডি ব্রুইনের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ব্যবধান বাড়ান আগুয়েরো।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে ৪-৩ ‍ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে পেলেগ্রিনির শিষ্যরা। আগামী ২৮ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে সিটি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।