ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচ বছরের শিরোপা খরা কাটানোর দৌঁড়ে এবারও হার মানলেন রজার ফেদেরার। বলা যায়, ভক্ত-সমর্থকদের হতাশই করলেন সুইস তারকা।

শেষ চারের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মেলবোর্ন পার্কে হাইভোল্টেজ ম্যাচ বলতে যা বোঝায় তার আঁচও পাওয়া গেল না! চার সেটের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখলেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ। পুরো ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা ১৯ মিনিট।

মাত্র ৫৪ মিনিটেই সেমিফাইনালের প্রথম দুই সেট (৬-১, ৬-২) জিতে ২-০ তে লিড নেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে ৬-৩ গেমের জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেন সতেরবারের গ্রান্ড স্লাম জয়ী ফেদেরার।

খানিকটা ব্যাকফুটে গিয়েই যেন টনক নড়ে জোকোভিচের। চতুর্থ সেটে ফেদেরারকে সমতায় ফেরার সুযোগ দেননি সার্বিয়ান টেনিস সেনসেশন। ৬-৩ গেমে জিতে দাপটের সঙ্গেই ষষ্ঠ শিরোপা ধরে রাখার মিশনে আরো একধাপ এগিয়ে গেলেন জোকোভিচ।

উল্লেখ্য, গত ‍আসরের পর এবারও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-মারে দ্বৈরথ দেখা যেতে পারে। শুক্রবারের ম্যাচে (২৯ জানুয়ারি দুপুর আড়াইটায় শুরু) কানাডিয়ান মিলোস রাওনিক বাধা পার হলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জোকোভিচের মুখোমুখি হবেন ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

** ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার
** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।