ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মারে ছবি: সংগৃহীত

ঢাকা: চার ঘণ্টা তিন মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে কানাডিয়ান মিলোস রাওনিককে হারিয়েছেন মারে।



বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে মেলবোর্নের পার্ক নেমেসিসে নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন বিশ্ব টেনিসের দুই নম্বর তারকা মারে।

১৯৭৭ সালের পর এই প্রথম গ্র্যান্ডস্ল্যাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে খেলবেন যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের কোনো টেনিস খেলোয়াড়।

শুক্রবার (২৯ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় পাঁচ সেটে সেমির বাধা পার করেন গত আসরের রানারআপ মারে। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা মারে ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ হতে মিলোস রাওনিককে হারান ৪-৬, ৭-৫, ৬-৭ (৪-৭), ৬-৪ ও ৬-২ সেটে।

পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মারে। আগের চারবারই শিরোপা জিততে ব্যর্থ হন তিনি। এবারে পাঁচবারের শিরোপা জেতা জোকোভিচের বিপক্ষে লড়তে হবে তাকে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

** টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সানিয়া-হিঙ্গিস
** ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ
** ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার
** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।