ঢাকা: দলবদলের নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে খেলোয়াড় কেনায় দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফা।
দুটি ক্লাবই তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে।
১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় রিয়াল ও অ্যাতলেতিকোকে এই শাস্তি দেয় ফিফা। তবে, সে সময় জানানো হয়, চলতি জানুয়ারির দলবদলের জন্য প্রযোজ্য হবে না এই নিষেধাজ্ঞা। এ মৌসুমের দলবদলের পর থেকে ২০১৭ সালের জুলাই পর্যন্ত নতুন কোনো ফুটবলারকে চুক্তিবদ্ধ করাতে পারবে না দুটি দলই।
১৮ বছরের নীচে খেলোয়াড় দলে ভেড়ানোয় দুটি দলকে জরিমানাও করা হয়। ২০১৪ সালে একই ধরনের শাস্তি পেয়েছিল আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর