ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক আর্জেন্টাইনের স্থলাভিষিক্ত আরেক আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এক আর্জেন্টাইনের স্থলাভিষিক্ত আরেক আর্জেন্টাইন ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন হুয়ান অ্যান্তোনিও পিজ্জিকে চিলি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত (২০১৮) পিজ্জির সঙ্গে চুক্তি করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

পরের সপ্তাহ থেকে তিনি অ্যালেক্সিজ সানচেজ, আরতুলো ভিদালদের দায়িত্ব নেবেন।

এর আগে চিলির কোচের পদ থেকে সরে দাঁড়ান আরেক আর্জেন্টাইন জর্জ সাম্পাওলি। ফুটবল ফেডারেশন অব চিলির (এএনএফপি) নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে নেতিবাচক সম্পর্কের রেশ ধরে কোচের পদ থেকে ইস্তফা দেন তিনি।

সাম্পাওলি চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতান। ২০১৫ সালে ঘরের মাঠে এ আসরে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে অধরা এ শিরোপা চিলিকে পাইয়ে দেন ৫৫ বছর বয়সী সাম্পাওলি। ফলে, সাম্পাওলি ২০১৫ সালে ফিফা বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পান। ২০১২ সালে চিলির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাম্পাওলি। এরপর দেশটিকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়ে হয়ে যান সেরা কোচদের মধ্যে অন্যতম।

তার বিদায়ে আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৪৭ বছর বয়সী পিজ্জিকে দায়িত্ব দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এমন দায়িত্ব দিয়ে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আরতুরো সালাহ এক বিবৃতিতে জানান, আমরা সন্তুষ্ট পিজ্জির মতো একজনকে কোচের দায়িত্ব দিতে পেরে। তিনি একজন পেশাদার কোচ। তার অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস আমাদের দলের কাজে লাগবে। আর একজন পেশাদার কোচ হিসেবে তিনি নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন।

পিজ্জি ক্লাব পর্যায়ে খেলেছেন ভ্যালেন্সিয়া, বার্সেলোনা, রিভারপ্লেট, পোর্তো আর ভিয়ারিয়ালের মতো বিখ্যাত সব ক্লাবে। স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন আর্জেন্টাইন পিজ্জি। কোচিং ক্যারিয়ারে ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের কোচের পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।