ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো মাঠ মাতাবেন ব্রাজিলের আদ্রিয়ানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আবারো মাঠ মাতাবেন ব্রাজিলের আদ্রিয়ানো ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১০ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসর নেন তারকা স্ট্রাইকার আদ্রিয়ানো। এবারে আমেরিকার চতুর্থ সারির দল মিয়ামি ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলের সাবেক এই তারকা।



৩৩ বছর বয়সী আদ্রিয়ানো ব্রাজিলের হয়ে খেলেছেন ৪৮টি ম্যাচ। দেশের জার্সি গায়ে ২৭টি গোল করা এই স্ট্রাইকার সেলেকাওদের হয়ে রোনালদো-রোনালদিনহোর মতো গ্রেট তারকার পাশে খেলেছেন। ২০১৪ সালের পর থেকে তিনি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে মাঠে নামেননি।

দীর্ঘ বিরতির পর মিয়ামি ইউনাইটেডের হয়ে আবারো মাঠে দেখা যাবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা, ফিফা করফেডারেশন কাপের শিরোপা জয়ী আদ্রিয়ানোকে।

মিয়ামির প্রেসিডেন্ট রবার্তো সাক্কা জানান, আমরা গত দুই-তিন মাস থেকে আদ্রিয়ানোর এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। এমনকি ব্রাজিলে গিয়েও আদ্রিয়ানোর সঙ্গে যোগাযোগ করেছি। তার মা এবং তার পরিবার চেয়েছিল সে ব্রাজিলেই থাকুক। তবে, আমাদের প্রস্তাবে তারা ভেবে দেখেছে। আমরা মনে করি আমেরিকায় আদ্রিয়ানো নিজেকে প্রস্তুত করেই খেলতে পারবে।

সাক্কা আরও যোগ করে বলেন, অনেক চেষ্টার পর আমরা আদ্রিয়ানোকে খেলানোর জন্য চুক্তি করিয়েছি। প্রথম দিকে তার শারীরিক ওজন সমস্যা হয়ে দাঁড়ায়। তবে, আমাদের ক্লাবে খেলার জন্য আদ্রিয়ানো প্রায় ১৮ পাউন্ডের মতো ওজন কমিয়েছে। এখনও সে নিজেকে ফিট করার জন্য অনুশীলন চালাচ্ছে। আমরা আশাবাদী ব্রাজিলের এই তারকা নিজেকে মাঠে নামানোর জন্য শতভাগ ফিট হয়েই ক্লাবে যোগ দেবে। আমরা তাকে ক্লাবে পেয়ে দারুণ খুশি। তার অভিজ্ঞতা আমাদের দলের বাকিদের সাহায্য করবে।

আদ্রিয়ানো প্রসঙ্গে সাক্কা জানান, মেজর লিগ সকারে খেলার ইচ্ছাপোষণ করেছে সে। আমি বিশ্বাস করি পরের বছরই সে মেজর লিগ সকারের অন্যতম ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরবে। ক্লাবে তার যথাযথ দেখভাল করা হবে। সে বিশ্বের সেরা একজন স্ট্রাইকার ছিল। যেকোনো চাপের মধ্যেও সে নিজের সেরাটা দিতে সক্ষম ছিল। আমি মনে করি, মিয়ামিতে সে যদি তার ২৫ শতাংশও দিতে পারে, চোখ বন্ধ করে মেজর লিগ সকারের অন্যতম ভরসার নাম হবে আদ্রিয়ানো।

ইন্টার মিলান, রোমার মতো বিখ্যাত ক্লাবের হয়ে খেলা আদ্রিয়ানো ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৩৯৪টি ম্যাচ। যেখানে প্রতিপক্ষের জালে বল জড়ান ১৭৬ বার। ইন্টারের হয়ে খেলার সময় তিনি চারবার সিরি আ, দুইবার কোপা ইটালিয়া আর দুইবার সুপারকোপা ইটালিয়ানার শিরোপা জেতেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।