ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবলও হতে পারে দেশকে পরিচিত করার মাধ্যম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ফুটবলও হতে পারে দেশকে পরিচিত করার মাধ্যম ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ব্যবস্থাপনায় উদ্বাধন করা হলো ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অনুর্ধ্ব-১৬) ফুটবল লিগ ২০১৬’।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।



এসময় তিনি কিশোর ফুটবলারদের উদ্দেশ্য করে বলেন,‘বিশ্ব সেরা ফুটবল তারকা হওয়ার স্বপ্ন থাকলে আজ থেকেই সেই স্বপ্ন বাস্তবায়নে  নেমে যাও। বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেট যেমন পরিচিত তেমনি ফুটবলও হতে পারে এ দেশকে বিশ্ব অঙ্গনে পরিচিত করার বড় একটি মাধ্যম। ’

দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবলার খুঁজে বের করার মিশনে আয়োজিত এই টুর্নামেন্টে ৬০টি দল অংশগ্রহন করবে। মহানগরীর ৫টি মাঠে ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারশনের সহ-সভাপতি বাদল রায় ও সদস্য হারুনুর রশীদ ইকবাল।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।