ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদিনহোর অটোগ্রাফ চাইলেন খোদ রেফারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
রোনালদিনহোর অটোগ্রাফ চাইলেন খোদ রেফারি ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ফুটবল বিশ্ব এখন মাতাল। তবে এই দুই তারকার আগে মাঠ মাতাতেন রোনালদিনহো।

সে সময় তার দুর্দান্ত স্টাইলে মজেছিল বিশ্ব ফুটবল। কিন্তু নামকরা কোন ক্লাব এখন আর রোনালদিনহোর পেছনে দৌড়ায় না। বর্তমানে ক্লাবের সন্ধানে রয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা।

এদিকে সেই ছন্দে না থাকলেও তার নামে এখনও জয়ধ্বনি হয়। রোনালদিনহো এখনও ফুটবলপ্রেমিদের কাছে ঈশ্বরতুল্য। তাকে ঘিরে এখনও উন্মাদনা তুঙ্গে। তার একটা অটোগ্রাফের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। এমনকি রেফারি পর্যন্ত নিজের কর্তব্য থেকে বিচ্যুত হতে পারেন। এমনই রোনালদিনহোর ম্যাজিক।  

ইকুয়েডরে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচে নেমেছিলেন রোনালদিনহো। প্রতিপক্ষ ছিল সান মার্টিন। আর খেলা চলাকালীন অবাক করার মতো ঘটনা ঘটে। রেফারি খেলার মাঝেই রোনালদিনহোর অটোগ্রাফ চেয়ে বসেন।

ম্যাচ চলাকালীন পকেট থেকে দ্রুত বের করে নেন হলুদ কার্ড। কার্ডটি এগিয়ে দেন রোনালদিনহোর কাছে। চেয়ে বসেন ব্রাজিলিয়ান তারকার অটোগ্রাফ। রোনালদিনহোও হতাশ করেননি রেফারিকে। সঙ্গে সঙ্গে দিয়ে দেন অটোগ্রাফ।

পরে এ প্রসঙ্গে রোনালদিনহো বলেন, ‘এখনও আমি অবসর নেইনি। আরও কয়েকদিন খেলার ইচ্ছা রয়েছে। আর আমাকে ঘিরে ভক্তদের এমন উন্মাদনা বেশ ভালোই লাগে। ’

এদিন রোনালদিনহো অবশ্য খেলা শেষ হওয়ার মিনিট পনেরো আগে মাঠ ছাড়েন। গ্যালারিতে থাকা সমর্থকরা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। যা প্রমাণ করে রোনালদিনহো এখনও সবার প্রিয় ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।