ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অবশেষে জাতীয় দলে ফিরছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
অবশেষে জাতীয় দলে ফিরছেন সুয়ারেজ ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের তারিখ নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আর এ ম্যাচের মধ্যে দিয়ে দীর্ঘ নিষেধাজ্ঞার পর উরুগুয়ে জাতীয় দলে ফিরছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।



২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে কামড় মারায় ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। ফিফা পরে তাকে জাতীয় দলের হয়ে নয় ম্যাচে বহিষ্কারদেশ দেয়।

আগামী ২৫ মার্চ রিসেফ শহরের অ্যারিনা পার্নএমবুচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেকাওদের মুখোমুখি হবে উরুগুয়ে। এই তারিখটি প্রথমে ২৪ মার্চ বৃহস্পতিবার থাকলেও পরবর্তীতে শুক্রবারে নিয়ে যাওয়া হয়।

এদিকে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। নিজেদের প্রথম চার ম্যাচের বার্সেলোনা তারকা সুয়ারেজ বিহীন তিন ম্যাচেই জয় পায় তারা। বর্তমানে ল্যাটিন অঞ্চলে ইকুয়েডর থেকে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।