ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দূরন্ত লিচেস্টারের কাছে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
দূরন্ত লিচেস্টারের কাছে লিভারপুলের হার ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানইউ, ম্যানসিটি, আর্সেনাল, চেলসি, লিভারপুলকে ‍ছাড়িয়ে ইংলিশ লিগে এবারের অন্যতম ফেভারিট লিচেস্টার সিটি। দূরন্ত লিচেস্টারের কাছে এবার (০৩ ফেব্রুয়ারি) হার মানল আঠারবারের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।



দুর্দান্ত ফর্মে থাকা জেমি বার্ডির জোড়া গোলের সুবাদে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিক লিচেস্টার। এরই সুবাদে চলতি মৌসুমে আবারো ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ২৯ বছর বয়সী এ ইংলিশ স্ট্রাইকার।

কিং পাওয়ার স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থেকেও জালের ঠিকানা খুঁজে পায়নি অল রেডসরা। পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন মিলনার-রবার্তো ফিরমিনোরা। অবশ্য, প্রথমার্ধ থাকে গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭১ মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়ে ভিজিটরদের দুঃস্বপ্ন উপহার দেন বার্ডি। ম্যাচ শেষে স্বাগতিকদের উচ্ছ্বাসের বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়েন ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে ২৪ ম্যাচ শেষে ১৪ জয়, আট ড্র ও দুই পরাজয়ে তিন পয়েন্টের লিড নিয়েছে শীর্ষে থাকা লিচেস্টার (৫০)। সমান ম্যাচে ৩৪ পয়েন্টে আট নম্বরে লিভারপুল। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানসিটি। তিনে থাকা টটেনহামের সংগ্রহ ৪৫। সমান পয়েন্টে চারে অার্সেনাল। পাঁচ পয়েন্ট পিঁছিয়ে পাঁচ নম্বরে ম্যানইউ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএম

** ম্যানইউ-ম্যানসিটির জয়, আর্সেনালের হোঁচট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।